র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে,ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁর সদর উপজেলার হাপানিয়া বাজারে অভিযান চালিয়ে ৭ টি মনিটর, ৭ টি সিপিইউ,১২ টি হার্ড ডিস্ক,৭ টি কি-বোর্ড,৭ টি মাউস ও ৭ টি বিভিন্ন প্রকার ক্যাবল জব্দসহ ৮ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি কে হাতেনাতে আটক করেছে র্যাব সদস্যরা।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলার মোহনপুর এলাকার মোকলেস আলীর ছেলে মোঃ সাঈদ আলী,মহাদেবপুর উপজেলার গোয়ানবাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ নাজমুল হক,একডালা এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ রুস্তম আলী,আবাদপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে মোঃ লিটন আলী,একডালা এলাকার আঃ রাজ্জাকের ছেলে মোঃ নাসির উদ্দিন, মহাদেবপুর উপজেলার গোয়াল বাড়ী এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ সুলতান হোসেন, বাচারী এলাকার মোঃ জিল্লুর কাজীর ছেলে মোঃ রনি হোসেন ও কুতুবপুর এলাকার মোঃ সজল আলীর ছেলে মোঃ সুমন আলী।
আটককের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আটককৃত ধৃত আসামীগণরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে তাদের নিজ দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিক্সের মাধ্যমে পর্নোগ্রাফি সংরক্ষণ ও টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিক্তিতে রাতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আলামতসহ তাদের হাতেনাতে আটক করেছে।
পরবর্তীতে আটককৃত ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁর সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।