তানোরে নলকূপের গর্ত থেকে উদ্ধার দুই বছরের সাজিদ মারা গেছে
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ শেষ পর্যন্ত বাঁচানো গেল না। তাকে জীবিত উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত শিশুটি নলকূপের সরু গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৮টা ৫০ মিনিটে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এনেছে। পরিবারের সদস্যরা শিশুটির অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন।