শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
শাপলা যদি প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও পারবে না: সারজিস আলম সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল, পদ্মা সেতুর পাশে মাঝিরঘাট জিরো পয়েন্টে ভয়াবহ নদীভাঙন – জীবন ও জীবিকার সংকট লোহাগড়ায় বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু কচাকাটায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মারা গেছেন।  বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ 

জয়পুরহাটে ডিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

জয়পুরহাটের ক্ষেতলালে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ আবু বকর সিদ্দিক(৫০) ও সুজাউল ফকির(৪৫) নামের দুইজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহেদ আল মামুন।

গত শনিবার (১৩ নভেম্বর) জেলার ক্ষেতলাল উপজেলার পৌর শহরের ভাসিলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,ক্ষেতলাল উপজেলার উত্তর বস্তা দক্ষিণ পাড়া এলাকার মৃত মন্তেজার রহমানের ছেলে আবু বকর সিদ্দিক ও একই উপজেলার ভাসিলা এলাকার মৃত মোজাম্মেল হক ফকিরের ছেলে সুজাউল ফকির।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার নূরে আলম এর নির্দেশে জেলা জুড়ে মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে ও ডিবিপুলিশের ওসি শাহেদ আল মামুনের দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. মিজানুর রহমান,এএসাই(নিঃ) মো. ইসমাইল হোসেন, এএসআই (নিঃ) মো.সাজেদুর রহমান এবং সঙ্গীয় ফোর্সসহ ক্ষেতলাল উপজেলার পৌর শহরের ভাসিলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

এবিষয়ে জেলা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহেদ আল মামুন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে জয়পুরহাট জেলা মাদক নির্মূল অভিযান অব্যাহত রাখতে জেলা গোয়েন্দা শাখা ডিবিপুলিশের টিম দিনরাত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করে আসছে। তিনি আরও বলেন শনিবার ক্ষেতলাল থেকে ৬ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত দুই মাদক কারবারিদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগার প্রেরণ করা হয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..