মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন , ই-পেপার

৩২ ঘণ্টা পর পরিত্যক্ত নলকূপ থেকে জীবিত উদ্ধার দুই বছরের সাজিদ

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই বছরের শিশু সাজিদকে। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ ও জটিল অভিযান শেষে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধার শেষে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১টার দিকে। কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানতাবশত পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। সঙ্গে থাকা মায়ের আর্তচিৎকারে স্থানীয়রা প্রথমে উদ্ধার তৎপরতায় এগিয়ে এলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে।

প্রথমে চার্জ ভিশন ক্যামেরা দিয়ে প্রায় ৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান চালানো হলেও শিশুটিকে শনাক্ত করা যায়নি। এরপর এস্কেভেটর দিয়ে নলকূপের পাশেই রাতভর প্রায় ৩৫ ফুট গভীর একটি বড় গর্ত খনন করা হয়। সকালে সেই গর্ত থেকে নলকূপের দিকে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করা হলেও শিশুর সন্ধান মেলেনি। পরে আবারও ক্যামেরা নামানো হলে দেখা যায় নলকূপটি মাটিতে ভরাট হয়ে গেছে। ফলে নতুন করে খননের সিদ্ধান্ত নেয় ফায়ার সার্ভিস।

স্থানীয়দের ভাষ্য, প্রায় এক বছর আগে জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে নলকূপটি খোঁড়া হয়েছিল। পানি না ওঠায় মালিক সেটি মাটি দিয়ে ঢেকে রাখেন। সাম্প্রতিক বৃষ্টিতে মাটি ধসে পড়ায় নলকূপের মুখ উন্মুক্ত হয়ে যায়—এ কারণে অরক্ষিত গর্তে পড়ে যায় সাজিদ।

শিশুর মা রুনা খাতুন জানান, তিনি সাজিদের হাত ধরে মাঠের দিকে যাচ্ছিলেন। কোলে ছিল আরেকটি ছোট শিশু। হাঁটার একপর্যায়ে সাজিদ ‘মা’ বলে ডাক দিলে তিনি পেছনে তাকিয়ে দেখেন—শিশুটি নেই। কিছুক্ষণ পর গর্তের ভেতর থেকে কান্নাজড়িত কণ্ঠে ‘মা, মা’ শব্দ শুনতে পান।

দীর্ঘ ৩২ ঘণ্টার উদ্বেগ-উৎকণ্ঠার পর ফায়ার সার্ভিসের সফল অভিযানে জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে পরিবার ও স্থানীয়দের মাঝে। সবাই শিশুটির পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..