বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি থেকে উত্তরাঞ্চলের ৯টি জেলায় চার দিনব্যাপী রাজনৈতিক সফরে যাচ্ছেন। এই সফরকে কেন্দ্র করে তাঁর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিএনপি।
বুধবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ‘জুলাই যোদ্ধা’ ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের কবর জিয়ারত করা এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান।
সফরের সূচি
সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকা থেকে যাত্রা শুরু করে পথে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে তিনি বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে রাতযাপন করবেন।
১২ জানুয়ারি তিনি বগুড়া থেকে ঠাকুরগাঁও পর্যন্ত বিভিন্ন জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। ওইদিন রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে।
১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন এবং স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শুনবেন।
সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ায় কয়েকটি দাপ্তরিক ও জনহিতকর কর্মসূচি শেষে তিনি ঢাকায় ফিরে আসবেন।
শৃঙ্খলার নির্দেশনা
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সফরে কোনোভাবেই নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি লঙ্ঘন করা হবে না। তারেক রহমান নিজে সকল নিয়মকানুন মেনে চলবেন এবং নেতাকর্মীদেরও শৃঙ্খলার সঙ্গে চলার নির্দেশনা দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে উত্তরাঞ্চলের এই সফর বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে এবং সাধারণ ভোটারদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে।