মদনে বিএনপি নেতা এনামুল হক নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নেত্রকোনার মদন উপজেলায় বিএনপি নেতা এনামুল হক নিজ উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মানবিক দায়িত্ববোধ থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
বুধবার সকালে মদন পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন তাহার চেম্বারে ৫ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও তাহার সহধর্মিণী লাভলী আক্তার,ও মুফতি দেলোয়ার হুসাইন থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
এনামুল হক বলেন,
“শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।