রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাএ পরিষদ কর্তৃক মানববন্ধ অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধ করা হয়।এতে সভাপতিত্ব করেন, ছাএ পরিষদের জেলা সভাপতি জিকো চাকমা।এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এডভোকেট সুস্মিতা চাকমা, যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিএ চাকমা, হিল ওমেন ফেডারেশনের সভানেএী ম্যামাচিং মারমা। এতে স্বাগত বক্তব্য রাখেন, ছাএ পরিষদের সাংগঠনিক সম্পাদক রনেল চাকমাসহ আরো অনেকে। বক্তারা বলেন, বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের এক মারমা নারীকে ধর্ষণের প্রতিবদে রাঙামাটিতে মানববন্ধ করা হয়। অনতিবিলম্বে মারমা নারীর ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান। পাহাড়ের সকল নারী নির্যাতন, ধর্ষণসহ সকল অপকর্মের সুষ্ঠু বিচারের দাবি সরকারেরর প্রতি। জামিল মোস্তফা,রাঙামাটি,২৭/২/২০২৩