টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে কাঁচা বাজার রোডে অবস্থিত ২ জন খুচরা গ্যাস সিলিন্ডার বিক্রেতার নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল১১টায় মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আল- আমিন এক্সপ্রেস এন্ড সেনেটারী- এর স্বত্বাধিকারী মো: মাসুদুজ্জামান (বাদল) এবং আল-আমিন সেনেটারী স্বত্বাধিকারী এরশাদুজ্জামান (মিনজু) নামে আপন দুই ভাই উভয়কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাদের মালিকানাধীন দুটি গ্যাস সিলিন্ডারের দোকানে কোন মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচলনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।