স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ৭ ই মার্চ উপলক্ষে রাঙামাটি জেলার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবারের ব্যবস্হা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) হাসপাতালে ভর্তিকৃত সকল রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ আবুল হাসনাত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফারিহা আহম্মেদ, ডাক্তার মিল্টন ত্রিপুরা, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক বাবু সুরেশ চাকমা, অফিস সহকারী চনরো দেব ত্রিপুরা, নার্স ইন চার্জ নিপা মারমা, স্যানিটারী ইনস্পেক্টর মোহাম্মদ মিজানুর রহমান, মেডিকেল টেকনোলোজিষ্ট(ডেন্টাল) মো: জহিরুল হক মোহনসহ প্রমুখ। খাবারের মান বিবেচনায় রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।