শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত  লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান মুরাদনগর উপজেলায় ২’শত ফুট লম্বা বাশেঁ সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে ২০ গ্রামের লক্ষাধীক মানুষ। নেত্রকোণায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় সিংড়া থানা পুলিশ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার- ২ বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ  ঈদগাঁও উপজেলা নির্বাচনে ভোট যুদ্ধে ৪ হেভিওয়েট প্রার্থী।  লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জলের গণসংযোগ 

গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার উদ্যোগে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

উত্তরের স্বনামধন্য বিদ্যাপীঠ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে গ্রীন ভয়েস শাখার উদ্যোগে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার HSTU মজার ইস্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে গ্রীন ভয়েস,হাবিপ্রবি শাখার আয়োজনে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে খাতা,কলম,পেন্সিল, রং পেন্সিল,
ক্যালকুলেটর,জ্যামিতি বক্স প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় বিজয়ী তিনজন মেধাবী শিক্ষার্থীকে নগদ ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।গ্রীন ভয়েসের সদস্য আজমেরি কণা এর সঞ্চালনায় অনুষ্ঠানে HSTU মজার স্কুলের সভাপতি মৃন্ময় কুন্ডু দীপ বলেন, আমরা গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার আয়োজনে অভিভূত। আমরা চাই ক্যম্পাসের প্রতিটা সংগঠন আমাদের বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম আয়োজন করুক।বাচ্চারা যেন বিভিন্ন সৃজনশীল কাজে জ্ঞান অর্জন করতে পারে। বাচ্চাদের পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন সেশন নেয়ার জন্য গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি মোঃরবিউল ইসলাম রুবেল বলেন,গ্রীন ভয়েসের শিক্ষামূলক কার্যক্রম এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের আজকের এই আয়োজন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসা HSTU মজার ইস্কুলের শিক্ষার্থীদের সহযোগিতা করাই আমাদের মূল উদ্দেশ্য। আমার চেষ্টা করবো নিয়মিত সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা।এসময় নিজের স্কুল এবং পরিবারের পরিবেশ রক্ষায় শিক্ষার্থীরা প্রতিজ্ঞা বদ্ধ হয় এবং প্রতি বছরে অন্ততএকটি করে গাছ লাগানো এবং পরিচর্যার জন্য উপস্থিত সকলে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক রোকুনুজ্জামান হৃদয়, দপ্তর সম্পাদক অমিত হাসান এবং গ্রীন ভয়েসের সদস্য ও মজার ইস্কুলের শিক্ষার্থীবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..