দিনাজপুর জেলার সেতাবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। শনিবার (২ডিসেম্বর) রাতে সেতাবগঞ্জ বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মোঃ মিরাজ ইসলাম ২৩ বছর বয়সী বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের সেতাবগঞ্জ পৌরসভা ধিন মিলরোড (ডাঙ্গীপাড়া) এলাকার বাসিন্দা। মামলার এজাহার হতে জানা যায়, মোঃ মিরাজ ইসলাম সেতাবগঞ্জ বাজার পাতিল হাটি একটি ওষুধের দোকানে চাকুরী করতো। দোকান থেকেই যুবতীর সাথে তার পরিচিতি হয়। এরপর প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার যুবতীর ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষন করে। ঐ যুবতী শনিবার সন্ধ্যায় বোচাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। পরবর্তীতে ৯ (১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধনী ২০০৩ এর ধারায় ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২/১২৭, তারিখঃ ০২/১২/২০২৩ ইং। রবিবার (০৩ ডিসেম্বর) সকালে আসামিকে দিনাজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়।