বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড জরিমানা ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, আরও একজন আহত মদনে বিএনপি নেতা এনামুল হক নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সিন্ডিকেট প্রধান আব্দুস সালাম আরেফকে তলব করেছে প্রতিযোগিতা কমিশন তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উত্তরবঙ্গের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তা চেয়ে সরকারের কাছে বিএনপির চিঠি হাদি হ’ত্যাকা’ণ্ড যুবলীগ নেতা বাপ্পীর নির্দেশেই লালমোহনে আইনশৃঙ্খলা কোন পথে? খুন–চুরি–মাদকের ঘটনায় বাড়ছে উদ্বেগ! বরুড়ায় ফসলি জমিতে মাটি কাঁটার হিড়িক, নীরব ভূমিকায় প্রশাসন সকালে রিমান্ড, বিকেলে জামিন মঞ্জুর, সন্ধ্যায় মুক্তি সুরভীর

নবাবগঞ্জে হ’ত্যা মামলা দায়ের তিন মাস ৪দিন পর কবর থেকে ৩ যুবকের লা’শ উত্তোলন

বিল্লাল নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

দিনাজপুরের হত্যা মামলা দায়ের তিন মাস চার পর কবর থেকে ময়না তদন্তের জন্য ৩ যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার উত্তর শ্যামপুর, নারায়ণপুর ও কাঁচদহ গ্রামের পারিবারিক কবর থেকে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট এর উপস্থিততে লাশগুলো উত্তোলন করা হয়। এসময় থানার ওসি আব্দুল ওয়াদুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২),নারায়ণপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

দুই বছর ৬ মাস পর গত ২৬/০৮/২০২৪ তারিখে নবাবগঞ্জ থানায় স্থানীয় সাবেক এমপি শিবলী সাদিককে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রিমনের বাবা রবিউল ইসলাম। মামলায় বলা হয়, দুই বছর ৬ মাস আগে বালু মহল নিয়ে এমপি শিবলী সাদিকের সাথে ঝামেলা হয়। সেই বালু মহলকে কেন্দ্র করে এমপি শিবলী সাদিকরে নিদের্শে ওই তিন যুবকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। সেই মামলার প্রেক্ষিতে আদালতের নিদের্শে আজ লাশ উত্তোলন করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, কোর্টের নিদের্শে আজকে লাশগুলো উত্তোলন করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..