মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:০১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
৮ম শ্রেণির শিক্ষার্থীকে যৌননিপীড়নে ৪ বখাটের বিরুদ্ধে অভিযোগ বিদায় সংবর্ধনার আয়োজন করলো সা’দত কলেজ শিক্ষক পরিষদ লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় হাতের কব্জি হারালেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম কালবৈশাখীর তাণ্ডব: গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু বিশ্ব ধরিত্রী দিবসে বাপা ও ক্যাপস এর “পরিবেশ সংস্কার কমিশন গঠন করাসহ ৯ দফা সুপারিশ” লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে অন্ত:সত্বা মহিলাসহ ৪ জন আহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সা’দত কলেজ ছাত্রদল গলাচিপা-চিকনিকান্দি সড়কের বেহাল দশা, কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে নেত্রকোণায় সেচপাম্প নিয়ে দ্বন্ধে ভাই-ভাতিজার মারধরে আ.লীগ নেতা নিহত নেত্রকোণার হাওরে বোরো ধানের বাম্পার ফলন, লক্ষ্যমাত্রা ছাড়াবে

নবাবগঞ্জে হ’ত্যা মামলা দায়ের তিন মাস ৪দিন পর কবর থেকে ৩ যুবকের লা’শ উত্তোলন

বিল্লাল নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

দিনাজপুরের হত্যা মামলা দায়ের তিন মাস চার পর কবর থেকে ময়না তদন্তের জন্য ৩ যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার উত্তর শ্যামপুর, নারায়ণপুর ও কাঁচদহ গ্রামের পারিবারিক কবর থেকে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট এর উপস্থিততে লাশগুলো উত্তোলন করা হয়। এসময় থানার ওসি আব্দুল ওয়াদুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২),নারায়ণপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

দুই বছর ৬ মাস পর গত ২৬/০৮/২০২৪ তারিখে নবাবগঞ্জ থানায় স্থানীয় সাবেক এমপি শিবলী সাদিককে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রিমনের বাবা রবিউল ইসলাম। মামলায় বলা হয়, দুই বছর ৬ মাস আগে বালু মহল নিয়ে এমপি শিবলী সাদিকের সাথে ঝামেলা হয়। সেই বালু মহলকে কেন্দ্র করে এমপি শিবলী সাদিকরে নিদের্শে ওই তিন যুবকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। সেই মামলার প্রেক্ষিতে আদালতের নিদের্শে আজ লাশ উত্তোলন করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, কোর্টের নিদের্শে আজকে লাশগুলো উত্তোলন করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..