শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কৃষক বাঁচলে, দেশ বাঁচবে: মাফরুজা সুলতানা লোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাট জেলা প্রশাসক বরাবর জাতীয় নাগরিক কমিটি শরণখোলার ১৩ দফা দাবি সংবলিত স্বারকলিপি মাদারগঞ্জে সাবেক কাউন্সিলর নজরুল ইসলামসহ ৪ জন আটক। মাদক থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-মাফরুজা সোলতানা ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন নড়াইলে ক্রিকেট তারকা মাশরাফী ও তার পিতাসহ ২৯৫ জনের নামে আবারও মামলা, গ্রেফতার দুই নগরবাসীকে নিরাপদ রাখা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূল দায়িত্ব: ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার ভালুকায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০২৪। অর্থনৈতিক শুমারী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুবর্ণচরে।

নবাবগঞ্জে হ’ত্যা মামলা দায়ের তিন মাস ৪দিন পর কবর থেকে ৩ যুবকের লা’শ উত্তোলন

বিল্লাল নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

দিনাজপুরের হত্যা মামলা দায়ের তিন মাস চার পর কবর থেকে ময়না তদন্তের জন্য ৩ যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার উত্তর শ্যামপুর, নারায়ণপুর ও কাঁচদহ গ্রামের পারিবারিক কবর থেকে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট এর উপস্থিততে লাশগুলো উত্তোলন করা হয়। এসময় থানার ওসি আব্দুল ওয়াদুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২),নারায়ণপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

দুই বছর ৬ মাস পর গত ২৬/০৮/২০২৪ তারিখে নবাবগঞ্জ থানায় স্থানীয় সাবেক এমপি শিবলী সাদিককে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রিমনের বাবা রবিউল ইসলাম। মামলায় বলা হয়, দুই বছর ৬ মাস আগে বালু মহল নিয়ে এমপি শিবলী সাদিকের সাথে ঝামেলা হয়। সেই বালু মহলকে কেন্দ্র করে এমপি শিবলী সাদিকরে নিদের্শে ওই তিন যুবকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। সেই মামলার প্রেক্ষিতে আদালতের নিদের্শে আজ লাশ উত্তোলন করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, কোর্টের নিদের্শে আজকে লাশগুলো উত্তোলন করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..