“আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১০ জানুয়ারি বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুর রহমান, সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর পৌর শাখা ও সাধারণ সম্পাদক মো: রেমন মিয়া।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ হতে মির্জাপুর পৌর কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটে প্রথমে মির্জাপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ে ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ আলোচনা করেন। পরে মানবাধিকার কমিশনের কর্মী ও এ গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পুরাতন শহীদ মিনার হতে শুরু হয়ে মির্জাপুর বাজার প্রদক্ষিণ করে বাইপাস সংলগ্ন জামে মসজিদে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফজলুল হক, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখা,কাজী তাজ উদ্দিন আহমেদ রিপন, সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখা, মোহাম্মদ গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর বাজার বণিক সমিতি,
মো:শরিফুজ্জামান হাবিব, প্রভাষক ও বিভাগীয় প্রধান, শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজ মির্জাপুর টাঙ্গাইল, মো:আবু রায়হান খান,অর্থ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখা, মো:সিরাজুল ইসলাম নির্বাহী সদস্য বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখা, মো:লাভলু সিদ্দিকী সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর উপজেলা শাখা, মো:মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর উপজেলা শাখা। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল কলেজের ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।