টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,শহীদদের স্মরণে স্মৃতিসৌধ অর্জন এ পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা। জাতির শান্তি কামনায় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬.৩৪মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রথমে মুক্তিযুদ্ধ স্তম্ভ অর্জনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিক সংস্থার পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯ টায় মির্জাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ,মুক্তিযোদ্ধা কমান্ডার তাজ উদ্দিন সিকদার,মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ,সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌস,মাধ্যমিক শিক্ষা অফিসার, জুলফিকার হায়দার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ,পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া,সাধারণ সম্পাদক এস এম মহসিন সহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় দেশের জন্য আত্ম উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের বিশেষ অবদানের কথা স্মরণ করা হয়।