শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি ঠাকুরগাঁওয়ে ৭০টি অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জন ধারণা পুলিশ ও স্বজনদের সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে শরণখোলায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত।

মো: কবির হোসেন কিবরিয়া, শরণখোলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
 সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) বেলা ১১ঃ০০ টায় শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুদীপ্ত কুমার সিংহ’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় । অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, শরণখোলা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী জনাব ফেরদৌস আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল ফয়সাল, কৃষি কর্মকর্তা জনাব দেবব্রত সরকার, সমবায় কর্মকর্তা জনাব আব্দুল হালিম । ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার জনাব আব্দুল হাদী আকুঞ্জি,উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শরণখোলা উপজেলা সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েত, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলার সাবেক আমীর ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব ওবায়দুল হক সেলিম সভায় উপস্থিত ছিলেন ।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সহ শরণখোলার বিভিন্ন অঞ্চলের সনতন ধর্মীয় প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। সনাতন ধর্মীয় প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন জনাব বাবুল দাস ও জনাব আশীষ দাস।
এ সময় শরণখোলার বিভিন্ন পূজা মন্ডপের বাস্তব চিত্র বক্তব্যের মাধ্যমে তারা তুলে ধরেন। উপস্থিত সবাই তাদের বক্তব্য শোনেন এবং তাদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, সনাতন ধর্মীয় ভাইরা বাংলাদেশের মানুষ তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে এটা তাদের মৌলিক অধিকার। আমরা সবাই তাদের যে কোন সমস্যা সমাধানে পাশে থেকে সহযোগিতা করব।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলার সাবেক আমীর ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদ
 সদস্য জনাব ওবায়দুল হক সেলিম বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এদেশের মানুষ ,রাষ্ট্র তাদের সমান অধিকারের মর্যাদা দিয়েছে। তাদের নিরাপত্তার দায়িত্ব যেমন রাষ্ট্রের তেমনি আমাদের সকলের। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির , তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে পূজা চলাকালীন সময়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে। জানা গেছে, সেই মোতাবেক, দলটি ইতিমধ্যেই তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।
ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার জনাব আব্দুল হাদী আকুঞ্জি বলেন, ইতিমধ্যে বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে ,, ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট, পূজা চলাকালীন সময়ের জন্য নামাজ ও আজান এর সময়সূচী প্রদান করেছে।
সকল মতভেদের উর্ধ্বে থেকে জনস্বার্থে উক্ত সময়সূচী সকলকে মেনে চলার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সুদীপ্ত কুমার সিংহ বলেন, সব সময়ের মতো শরণখোলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে আশা করি। এজন্য রাজনৈতিক ও প্রশাসন সহ সকল জনগণের সহযোগিতা কামনা করছি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..