সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জসীম উদ্দিন। সিংড়ায় ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবক গ্রেপ্তার সাংবাদিকদের সম্মানে রায়পুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল রাজধানীর সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিস্কার শহীদ সাগর ও শহীদ রাব্বির আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: নামকরণের প্রত্যাশায় শিক্ষার্থীরা। জামায়াতে ইসলামীর “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত। আছিয়ার মৃত্যুতে শোক এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বহ্নিশিখা ও গ্রীন ভয়েস এর প্রতিবাদ কর্মসূচি

সিংড়ায় ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবক গ্রেপ্তার

আমিনুল হক সিংড়া,(নাটোর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় সাকিবুল হাসান স্বচ্ছ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে সাকিবুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাকিবুল হাসান স্বচ্ছ উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করে পোস্ট করায় উত্তেজিত এলাকাবাসী সাকিবুল হাসান স্বচ্ছর কঠোর শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ করে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, সাকিবুল হাসান স্বচ্ছ একজন ইসলাম ধর্মবিরোধী মানুষ। তিনি বিভিন্ন সময় ইসলাম ধর্মবিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলেন। গত ১৪ মার্চ সাকিবুল শাহবাগে আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ও কমেন্টে নবীকে নিয়ে কটুক্তি করেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাঁকে নিষেধ করেও কোনো সমাধান হয়নি। পরে স্থানীয়রা সাকিবুল হাসান স্বচ্ছর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ করেন।

পুলিশ আরও জানায়, ক্ষুব্ধ এলাকাবাসীর মধ্যে তিনজন স্বচ্ছ ও তাঁর বোন উম্মে আমারা ইসলাম সুখির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ সাকিবুল হাসান স্বচ্ছর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় থানায় অবস্থান করা মানুষজন সাকিবুল হাসান স্বচ্ছর কঠোর শাস্তির দাবি করে স্লোগান দেয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তাঁরা থানা থেকে চলে যায়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..