শরণখোলা বিভিন্ন রাজনৈতিক দলের,আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শরণখোলায় আজ বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করেছে ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল ,আজ নিজ নিজ দলের ব্যানারে রেলি আলোচনা সভার মধ্য দিয়ে তাদের কর্মসূচি পালন করেছে। শ্রমিকদের অধিকার আদায় দলসমূহ নিজ নিজ কর্মসূচি তুলে ধরেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলা শাখার উদ্যোগে আজ সকাল ৯ টায় রায়েন্দা বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মুখে শ্রমিক সমাবেশ পরবর্তী রেলি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শরণখোলা মোড়েলগঞ্জ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ আব্দুল আলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা জামাতের সেক্রেটারি জনাব মাওলানা মোস্তফা আমীন, সহ সেক্রেটারি জনাব অধ্যাপক কামরুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের সূরাহ সদস্য জনাব অধ্যাপক সারোয়ার হোসেন, সমাবেশে সভাপতিত্ব করেন, শরণখোলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মাওলানা সরোয়ার হোসেন বাদল।
বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। সেজন্যই শ্রমিক কল্যাণ ফেডারেশন মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে।
সমাবেশ শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের রেলি রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে এসে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ করা হয়।