মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা ও নিরাপত্তায় ইসির বিশেষ পরিপত্র ভোলায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাউথইস্ট ব্যাংক টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড জরিমানা ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, আরও একজন আহত মদনে বিএনপি নেতা এনামুল হক নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সিন্ডিকেট প্রধান আব্দুস সালাম আরেফকে তলব করেছে প্রতিযোগিতা কমিশন তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উত্তরবঙ্গের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তা চেয়ে সরকারের কাছে বিএনপির চিঠি হাদি হ’ত্যাকা’ণ্ড যুবলীগ নেতা বাপ্পীর নির্দেশেই লালমোহনে আইনশৃঙ্খলা কোন পথে? খুন–চুরি–মাদকের ঘটনায় বাড়ছে উদ্বেগ!

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা ও নিরাপত্তায় ইসির বিশেষ পরিপত্র

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনের সুবিধার্থে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালা অনুযায়ী পরিচয়পত্র প্রদান করে থাকে।
গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৯(গ) অনুযায়ী রিটার্নিং অফিসারের অনুমতি প্রাপ্ত সাংবাদিকরা তাদের স্ব-স্ব পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রণীত নীতিমালা-২০২৫ এর ক্রম ১০ অনুসারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার পেতে আগ্রহীরা নির্বাচন কমিশনের নির্ধারিত পোর্টাল https://pr.ecs.gov.bd/-এ আবেদন করতে পারবেন। অনুমোদনপ্রাপ্ত আবেদনকারীরা অনলাইনে কিউআর কোড সংযুক্ত নিরাপত্তা বৈশিষ্ট্যসমৃদ্ধ পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে পত্রের মাধ্যমে জানানো হবে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের যথার্থতা যাচাই করতে পারবেন।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুযায়ী নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীর কাজে বাধা প্রদান, শারীরিক ক্ষতি সাধন বা দায়িত্ব পালনে ব্যবহৃত সরঞ্জামের ক্ষতি করলে সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন এবং আইন অনুযায়ী দণ্ডিত হবেন।
এছাড়া নীতিমালা-২০২৫ অনুযায়ী দায়িত্ব পালনকালে ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনী সংবাদ সংগ্রহ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবে।
ভোটকেন্দ্রের অভ্যন্তরে স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় রেখে প্রিজাইডিং অফিসাররা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ বজায় রেখে বৈধ কার্ডধারী সাংবাদিকদের সংবাদ সংগ্রহে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন বলে পরিপত্রে জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..