শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নাগেশ্বরীতে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গনসংযোগ ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন শহিদুল আলম সাবেক সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করল সরকার ‎কোরআন অবমাননার প্রতিবাদে কচাকাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে রিক এর আয়োজনে দুইদিন ব্যাপী প্রবীণ দিবস পালন। নড়াইলে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু, শোকের ছায়া মোহনগঞ্জ থানার পাশে মুদি দোকানিকে গলাকেটে হত্যা

‎কোরআন অবমাননার প্রতিবাদে কচাকাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ ফরিদুল ইসলাম প্রতিনিধি ‎নাগেশ্বরী উপজেলা
  • আপলোডের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

‎কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটায় পবিত্র কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে তাওহিদী মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) বাদ আছর কচাকাটা বাসস্ট্যান্ড মসজিদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

‎বক্তারা নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পালের দ্বারা সংঘটিত কোরআন অবমাননার ঘটনাকে ঘৃণ্য ও ন্যক্কারজনক বলে উল্লেখ করেন।

‎ তারা বলেন, এই ধরনের কর্মকাণ্ড দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। বক্তারা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান এবং সরকারের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

‎বিক্ষোভ মিছিলটি কচাকাটা বাসস্ট্যান্ড থেকে কলেজমোড় হয়ে বাজার প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ চত্বরে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হানিফ উদ্দিন (সাবেক অধ্যক্ষ, গোলেরহাট ফাজিল মাদ্রাসা), মুফতি মমিনুল ইসলাম (খতিব, কচাকাটা বাসস্ট্যান্ড জামে মসজিদ), মাওলানা রিয়াজুল ইসলাম (সুবলপাড়), মাওলানা কফিল উদ্দিন (ইমাম, কচাকাটা বাসস্ট্যান্ড জামে মসজিদ), মাওলানা মইনুল ইসলাম (ইমাম, কচাকাটা বাজার জামে মসজিদ) জনাব মোঃ আলেফ উদ্দিন (আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কচাকাটা থানা) সহ এলাকার অসংখ্য আলেম-ওলামা ও সাধারণ মানুষ।

‎বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশব্যাপী তীব্র গণআন্দোলন গড়ে উঠবে। শান্তিপূর্ণ এই কর্মসূচি শেষে তারা ঐক্যবদ্ধভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন এবং ধৈর্য ও সংযমের সঙ্গে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..