বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের ৭ দিনের রিমান্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করেছে জনতা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ- এবি পার্টি পাটকেলঘাটায় আবারও সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ। প্রধান উপদেষ্টা বলেন, পচা বাংলাদেশ থেকে তরতাজা বাংলাদেশ করে রেখে যাবো নড়াইলে  ট্রাক চাপায় নাতিসহ ৩ জন নিহত. আহত ১ ডিসি,পদে নিয়োগ বঞ্চিত অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভারতীয় ২৭৪বস্তা চিনি জব্দ 

নাটোর-৪ আসনে প্রচারণায় চার প্রার্থী-কাগজে কলমে নয়

রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম)আসনে কাগজে কলমে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিত করছেন। নৌকাসহ চার প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটগ্রহণের দিন ঘনিয়ে এলেও অবশিষ্ট পাঁচ প্রার্থীর পোষ্টার,মাইকিং কিংবা প্রচার-প্রচারণা চোখে পরেনি। এমনকি ভোটাররা তাদের নামও জানেন না।
প্রচারণায় এগিয়ে আছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান ও সতন্ত্র তিন প্রার্থী। তারা হলেন-প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সন্তান আসিফ আব্দুল্লাহ শোভন (ট্রাক),জাহিদুল ইসলাম(ঈগল) ও সুজন আহম্মেদ(দোলনা)।
শোভন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, জাহিদুল ইসলাম গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। আর সুজন আহম্মেদ আওয়ামী পরিবারের সন্তান।
ভোটারদের দেয়া তথ্যে প্রচারনায় সরব নয় এমন পাঁচ প্রার্থীরা হলেন-জাতীয় পার্টি(জেপি)র এস এম সেলিম রেজা (বাই সাইকেল),বাংলাদেশ কংগ্রেস পার্টির শান্তি রিবেরু (ডাব), তৃনমুল বিএনপির প্রার্থী আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ),বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের গাজী আবু সায়েম রতন (নোঙর), জাতীয় পার্টির প্রার্থী আলাউদ্দিন মৃধা(লাঙ্গল)। যদিও গত ২১ ডিসেম্বর সংবাদ সম্মেলন ডেকে আলাউদ্দিন মৃধা নির্বাচন থেকে সড়ে দাড়ালেও ব্যালটে তার লাঙল প্রতীক থাকছেই।
বুধবার (৩ জানুয়ারী) সকালে নাটোর-৪ আসনের বিভিন্ন এলাকার অন্তত ২০ জন ভোটার মাঠে সরব ও প্রচারবিমুখ প্রার্থীদের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, কাগজে কলমে ৯ জন প্রার্থী থালেও প্রচারনায় রয়েছেন চার জন। বাকিদের নামও ভোটাররা জানেন না।
গুরুদাসপুর পৌর শহরের আনন্দ নগর ওয়ার্ডের ভোটার আব্দুল জব্বার বলেন, দেখতেই তো পাচ্ছেন চারিদিকে শুধু নৌকা, ট্রাক, ঈগলের প্রতীক লাগানো। কোথাও কোথাও দুই একটা দোলনার পোষ্টার ছাড়া কোন পোষ্টার নেই। অন্য প্রার্থীরা মাঠেও নেই।
উপজেলার খুবজীপুর ইউনিয়নের দিয়ার পাড়ার ভোটার মহরম আলী বলেন,নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও সতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ শোভনের(ট্রাক)মধ্যে মুল লড়াই হবে। নৌকা, ট্রাক,ঈগল ও দোলনা প্রতীকের প্রার্থীর বাইরে কাউকে চেনেন না ও তাদের প্রতীক সম্পর্কেও ধারনা নেই তার।
গুরুদাসপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোটার আওয়ামী সমর্থক আব্দুস সালাম বলেন,এখন আমাদের ঘুম নেই। আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছি। একই ওয়ার্ডের ভোটার ও চা বিক্রেতা খয়বর মন্ডল বলেন, সব জায়গায় তো নৌকার পোস্টার দেখি। অন্যদের আমি চিনি না। নৌকাতেই ভোট দেবো। তিনি বলেন এ আসনে লড়াই হবে নৌকা আর ট্রাকের মধ্যে।
গুরুদাসপুরে পৌর মেয়র ও জেলা আ.লীগের সদস্য শাহনেওয়াজ আলী বলেন,নৌকা স্বাধীনতার প্রতীক,নৌকা উন্নয়নের প্রতীক। এ আসনে উৎসবের আমেজ বইছে,উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আর নৌকার প্রার্থীকে বিজয়ী করতে জনতা মুখিয়ে আছে।
সতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন (ট্রাক) জানান,তার পিতা প্রয়াত আব্দুল কুদ্দুস পাঁচবারের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। জননেত্রীর ডাকে সাড়া দিয়ে ভোটকে উৎসবমুখর করতে তিনি প্রার্থী হয়েছেন। ভোটের মাঠে প্রচুর সাড়া পাচ্ছেন। এ আসনের জনগন তাকেই বিজয়ী করবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..