নাটোরের সিংড়ায় আইনজীবী বাকি বিল্লাহ ও মাওলানা আঃ বারী রশিদী পিতা মৃত বজলুর রশিদ (বাছতুল্লাহ) তাহাদের গ্রামের বাড়িতে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার ( ৩০ এপ্রিল) দিবাগত রাত দুইটা হতে তিনটার মধ্যে রাতের যেকোন সময় উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এডভোকেট বাকি বিল্লাহ নাটোরে ভাড়াটিয়া বাসায় থাকতো ও তার ভাই মাওলানা আঃ বারী রশিদী সে বগুড়ায় থাকতো। তাহাদের বাড়িতে তালাবদ্ধ অবস্থায় এ চুরির ঘটনা ঘটে। তারা দুই ভাই মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসতো ও মাওলানা আঃ বারী রশিদী বগুড়া থেকে দেশের বিভিন্ন জেলা/ উপজেলায় ইসলামিক জালসায় আমন্ত্রিত মেহমান হিসেবে ওয়াজ মাহফিল করত। তার মা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় তার বোনের বাড়ি থেকে বাড়িতে এসে বাড়ির দরজা খুলতেই দেখে বাড়ির ভিতরে মোট ছয়টি ঘরে তালা ভাঙ্গা ও ঘরের আসবাবপত্র ছিন্নভিন্ন। পরে আশপাশের লোকজন কে বিষয় টি জানায় ও তার দুই ছেলেকে মোবাইল ফোনে বিষয় টি জানালে মাওলানা আঃ বারী রশিদী ও এডভোকেট বাকি বিল্লাহ নিজ বাড়িতে আসে।
এ চুরির ঘটনায় নগদ ৭০/৭২ হাজার টাকা স্বর্ণের কানের দুল, স্বর্ণের আংটি সহ চান্দির গোহনাসহ বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
বাড়িতে না থাকায় চোর সনাক্ত করা সম্ভব হয়নি। উক্ত ঘটনায় সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে বেবস্থা গ্রহণ করা হবে।