কুমিল্লা বরুড়া ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের মোঃ সেলিম মিয়ার ১০ বছরের ৪র্থ শ্রেনীর ছাত্রী কে ধর্ষন করে হত্যা করে পাশে পুকুর পাড়ে পেলে যায়।
গত ১৪:ই ডিসেম্বর রাত দশ ঘটিকার সময় নিহত শিশু কে খুঁজে না পেলে, প্রতিবেশীর সহযোগিতায় খুঁজা খুঁজি করে বাড়ীর পার্শবর্তী পুকুর পাড়ে মন্জুমা আক্তারের মৃহ দেহ পড়ে থাকা অবস্থায় দেখতে পেঁয়ে স্থানীয় লোক জন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শিশু হত্যা এবং ধর্ষন কারী সন্দেহে একই গ্রামের মনহর আলীর ছেলে জসিম উদ্দিন (২০) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করে। স্থানীয় ইউপি সদস্য মোঃ সফিকুর রহমান প্রতিবেশী কিছু লোকের সাক্ষীতে উক্ত শিশু কে জসিমের সাথে থাকা অবস্থায় দেখতে পেয়েছে বলে স্বীকার করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেন। বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার মজুমদার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আটক জসিম উদ্দিন কে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।