শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১নৌযানে আ’গুন ছাত্র হত্যার আসামি ধামরাই যুবলীগ নেতা মোহনগঞ্জে গ্রেফতার শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে বর্ণাঢ্য র‍্যালি পালিত হয়। লোহাগড়ায় লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ, মহিলাসহ আহত ৫ জন  যারা আ.লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রে’প্তার করা হবে – প্রেস সচিব মহাখালী রেলপথ অবরোধ করেছেন তিতুমীরের শিক্ষার্থীরা। নেত্রকোণায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  পিকআপে করে কৃষকের গরু নিয়ে পালাচ্ছিল চোর, গ্রেপ্তার-৩  টাঙ্গাইলের সা’দত কলেজে তারুণ্য উৎসব উদযাপন

শেরপুরে দিন-মজুরের মরদেহ উদ্ধার

মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের রামেরচর গ্রামে কবেজ উদ্দিন(৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৭ জুলাই সকালে পাশ্ববর্তী নজরুল ইসলামের মূলা ক্ষেত থেকে কবেজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের অনেক গুলো আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত কবেজ উদ্দিন ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। এলাকাবাসির ধারণা স্থানীয় আকন্দ বাড়ি ও সরকার বাড়ির মধ্যে দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। গত ১৬ জুলাই রবিবার রাতে আকন্দ বাড়ির ইউপি সদস্য মিষ্টার আলীর ছোট ভাই মনিরুজ্জামান লিটনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সরকার বাড়ির আমির হক, শাহিন মিয়া ও আনোয়ার গংরা। উক্ত ঘটনায় ইউপি সদস্য মিষ্টার আলী বাদী হয়ে শেরপুর সদর থানায় ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; মামলা দায়ের করেন। যার সদর থানা মামলা নং-৪৭ তারিখ
১৮/৭/২০২৩ ইং এবং ২১ জুলাই শুক্রবার ভোরে তারা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আকন্দ বাড়িতে হামলা, ভাঙচুর সহ মালামাল ও নগদ টাকা লুটপাট করে।
নিহতের পরিবার সূত্রে জানা যায় ২৬ জুলাই বুধবার রাত দশটার দিকে আকন্দ বাড়ির কবেজ উদ্দিন খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর আর সে বাড়ি ফিরে নাই। পরে আজ বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী মূলা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
পরে পুলিশকে খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে। এসময় তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তদন্ত শুরু করা হয়েছে।  বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানা। মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..