বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১২:১২ অপরাহ্ন , ই-পেপার

সাভার ঐতিহ্যবাহী রাজাসন প্রিমিয়ার ফুটবল লীগ-২০২৩ এর উদ্বোধন হয়েছে

আকতার হোসেন , সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

ঐতিহ্যবাহী রাজাসন প্রিমিয়ার ফুটবল লীগ-২০২৩ এর

উদ্বোধন হয়েছে। ২০শে জানুয়ারি ( শুক্রবার ) বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের ১৩ তম আসরে উদ্বোধনী করেন ৮ নং ওয়ার্ড ( রাজাশন ) কাউন্সিলর হাজী মোঃ সেলিম মিয়া । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, ঢাকা জেলা পরিষদের সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সি। অনুষ্ঠানে সাভার পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি আতাউর রহমান অভি’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাভার পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারফত আলী মাসুদ,সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন , সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া সহ সাভার পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে রাজাসন স্পোর্টিং ক্লাব ও রাজাসন ক্রিয়া চক্র এর মধ্যকার প্রতিযোগিতাপূর্ণ খেলায় রাজাসন স্পোর্টিং ক্লাব ২-১ গোলে রাজাসন ক্রিয়া চক্রকে পরাজিত করে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী রাজাশন প্রিমিয়ার ফুটবল লীগ-২০২৩ এর কার্যকরী কমিটির সভাপতি মেহেদী রানা শহীদ ।
উদ্বোধনী ম্যাচে সেরা
খেলোয়াড় হিসেবে পুরষ্কার গ্রহন করেন রাজাসন স্পোর্টিং ক্লাবের অধিনায়ক রাশেদুল ইসলাম রাসেল ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..