শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
শাপলা যদি প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও পারবে না: সারজিস আলম সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল, পদ্মা সেতুর পাশে মাঝিরঘাট জিরো পয়েন্টে ভয়াবহ নদীভাঙন – জীবন ও জীবিকার সংকট লোহাগড়ায় বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু কচাকাটায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মারা গেছেন।  বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ 

লন্ডনে তারেক রহমান ওড. ইউনুসের দেড় ঘণ্টার বৈঠক: নির্বাচনী কৌশল ও আন্তর্জাতিক সমর্থন নিয়ে আলোচনা

ছামিয়া আক্তার লন্ডন থেকে
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপদেষ্টা প্রফেসর ইউনুসের মধ্যে আজ স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের আগামী রাজনৈতিক রূপরেখা, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির কৌশল নির্ধারণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সমীকরণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান এবং ভারতের ভূ-রাজনৈতিক প্রভাবকে ঘিরে উদ্বেগের প্রেক্ষাপটে, আলোচনায় উঠে আসে কীভাবে কৌশলগত সম্পর্ক পুনর্গঠনের মাধ্যমে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া যায়। আলোচনায় অংশগ্রহণকারীরা মনে করেন, প্রতিবেশী একটি দেশের সঙ্গে সরকারের নিরুত্তাপ ও একমুখী সম্পর্ক বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যকে হুমকির মুখে ফেলেছে।

প্রফেসর ইউনুস বৈঠকে উল্লেখ করেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বহির্বিশ্বের কিছু প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এসব প্রভাব যেন একতরফা না হয়—এটা নিশ্চিত করতে হবে।”

তারেক রহমান বৈঠকে স্পষ্ট করেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, এবং দেশে একটি গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষিত, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া স্থিতিশীলতা ফিরবে না। তিনি বলেন, “আমরা নির্বাচন চাই—কিন্তু সেটা হতে হবে সকল দলের অংশগ্রহণে এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষভাবে।”

বৈঠকে এ-ও ইঙ্গিত করা হয়, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সহানুভূতিশীল ভূমিকা নিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকটি শুধু দলীয় কৌশল নির্ধারণ নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর সমর্থন সংগঠিত করতেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..