,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির আয়োজনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত এবং আলোচনা সভা করা হয় । এতে ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: মফিদুল ইসলাম সেলিম, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: মিজু হাওলাদার, ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ মাস্টার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বশির আহম্মেদ শরৎ, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব,
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: শাহিন মাহমুদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জয়নুল আবেদীন মৃধা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহির চৌকিদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ পারভেজ খোকন।