সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের মনোনয়ন পত্র দাখিল। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন নরসিংদী – ২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ড. আব্দুল মঈন খান । গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নরসিংদীতে ব্যবসায়ীদের উদ্যোগে খাসি পুরস্কারের ফুটবল ম্যাচ বোরহানউদ্দিনে ট্রাক–সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নি’হত, আ’হত ৪ টাঙ্গাইলের মির্জাপুরে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ খোকসায় অবৈধভাবে সার মজুদের দায়ে এক লাখ টাকা জরিমানা ১৩৫০ বস্তা জব্দ।

দ্বিগুণের বেশি ভাড়া আদায়, দুই সিএনজি চালকের জেল-জরিমানা

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে যাত্রীদের থেকে দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজি চালিত অটোরিকশা চালককে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। পাশাপাশি তাদের জরিমানাও করা হয়।

দন্ডপ্রাপ্ত সিএনজি চালকরা হলেন, জেলা সদরের নাগড়া এলাকার মো. ইয়াকিন মিয়াকে (২৫) ও বারহাট্টা উপজেলার অতিথপুর এলাকার মো. শাকিল (৩০)।
তাদের মধ্যে ইয়াকিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। আর শাকিলকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে আজ শুক্রবার (১৩ জুন) দুপুরে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় সিএনজি স্টেশনে অভিযান পরিচালানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের। অভিযানে মোহনগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য সঙ্গে ছিলেন।

এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ার পর ওই দুই চালককে জেল-জরিমানা দেন তিনি।

প্রশাসন ও যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, ঈদ উদযাপন শেষে নিজেদের কর্মস্থলে ফেরা শুরু করেছে লোকজন। এই সুযোগে কিছু অসাধু সিএনজি চালক নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণেরও বেশি আদায় করতে থাকেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায় প্রশাসন। দ্বিগুণের বেশি ভাড়া নেওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সিএনজি চালককে জেল-জরিমানা করা হয়।

ভুক্তভোগী যাত্রী পৌর শহরের দৌলতপুরের বাসিন্দা নাজিবুর রহমান তমাল বলেন, সিএনজিতে মোহনগঞ্জ থেকে নেত্রকোণা যাওয়ার নিয়মিত ভাড়া জন প্রতি ১০০ টাকা। কিন্তু ঈদের নাম করে তারা নিচ্ছেন ২৫০ টাকা করে। দ্বিগুণের বেশি ভাড়া নেওয়া হচ্ছে। একইভাবে ময়মনসিংহের ভাড়াও দ্বিগুণ নিচ্ছেন চালকরা। রোগী নিয়ে ময়মনসিংহ যাওয়ার জন্য এসে দেখি ভাড়ার এমন নৈরাজ্য চলছে। প্রশাসনের উদ্যোগের প্রশংসা করছি। এমন অভিযান চলমান থাকুক। এতে যাত্রীরা হয়রানি থেকে রক্ষা পাবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে সাধারণ যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণের বেশি নেওয়া হচ্ছিল। এর ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে দুই সিএনজি চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ও ভাড়ার নির্ধারিত হার বজায় রাখতে নিয়মিত মনিটরিং চলবে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দন্ডপ্রাপ্ত দুইজনকে সন্ধ্যায় কারাগারে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..