মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

লক্ষ্মীপুরে পিকআপ ভর্তি পাঠ্যবই জব্দ, আটক ২,

এ জে এম ইসমাইল হোসেন জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর |
  • আপলোডের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

লক্ষ্মীপুরের কমলনগরে একটি পিকআপভ্যান ভর্তি বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক সরকারি পাঠ্যবই জব্দ করা হয়েছে। এসময় পিকআপভ্যান চালক বিশাল ও ভাঙারি মালের ব্যবসায়ী মোশাররফকে আটক করে পুলিশ।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার হাজিরপাড়া আল আরাফা দারুল উলুম দাখিল মাদরাসার সামনে থেকে বইসহ তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চলতি বছরে উপজেলা শিক্ষা অফিস থেকে মাদরাসাটির সুপার নুরুল আমিন চাহিদার তুলনায় অতিরিক্ত বই সংগ্রহ করেন। এতে শিক্ষার্থীদের মাঝে বিতরণের পর বিপুল বই থেকে গেছে। কিন্তু মাদরাসা সুপার তা উপজেলা শিক্ষা অফিসে ফেরত না দিয়ে সংরক্ষণ করেন।

শনিবার দুপুরে তিনি বইগুলো ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন দেন। এসময় স্থানীয়রা বই ভর্তি পিকআপটি আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপচালক ও ভাঙারি ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়। তারা এখন থানায় পুলিশ হেফাজতে আছেন। পিকআপে বিভিন্ন শ্রেণির প্রায় ১০ হাজার সরকারি পাঠ্যবই ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

বক্তব্য জানতে হাজিরপাড়া আল আরাফা দারুল উলুম দাখিল মাদরাসার সুপার নুরুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

তবে বই জব্দের বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বইসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছেন। আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। জব্দ পিকআপভ্যানে কত সংখ্যক বই রয়েছে তা গণনা করা হয়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..