শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আজ দুর্গাপূজার মহাসপ্তমী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিককে অর্থ সহায়তা সেনাবাহিনীর ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা ভালুকা উপজেলা প্রেসক্লাবের নিন্দা শরণখোলায় আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মহিউদ্দিন খানের মাছের ঘের থেকে গলিত লাশ উদ্ধার। মেট্রোরেল মিরপুর-১০ নম্বর স্টেশনের ট্রায়াল রান হবে, ১০ অক্টোবর শেখ হাসিনা বর্তমান কোথায়, জানালেন ভারতীয় কর্মকর্তারা যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই, বিএনপি নেতা শামীম বাউফলে বিএনপি নেতার, যৌথ বাহিনীর  হাতে গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নি*হত শরণখোলায় শারদীয় দুর্গাপূজায় প্রশাসনের পাশাপাশি জামায়াত- শিবিরের চার শতাধিক কর্মী নিরাপত্তা প্রহরায়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন।

লক্ষ্মীপুরে পিকআপ ভর্তি পাঠ্যবই জব্দ, আটক ২,

এ জে এম ইসমাইল হোসেন জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর |
  • আপলোডের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

লক্ষ্মীপুরের কমলনগরে একটি পিকআপভ্যান ভর্তি বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক সরকারি পাঠ্যবই জব্দ করা হয়েছে। এসময় পিকআপভ্যান চালক বিশাল ও ভাঙারি মালের ব্যবসায়ী মোশাররফকে আটক করে পুলিশ।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার হাজিরপাড়া আল আরাফা দারুল উলুম দাখিল মাদরাসার সামনে থেকে বইসহ তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চলতি বছরে উপজেলা শিক্ষা অফিস থেকে মাদরাসাটির সুপার নুরুল আমিন চাহিদার তুলনায় অতিরিক্ত বই সংগ্রহ করেন। এতে শিক্ষার্থীদের মাঝে বিতরণের পর বিপুল বই থেকে গেছে। কিন্তু মাদরাসা সুপার তা উপজেলা শিক্ষা অফিসে ফেরত না দিয়ে সংরক্ষণ করেন।

শনিবার দুপুরে তিনি বইগুলো ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন দেন। এসময় স্থানীয়রা বই ভর্তি পিকআপটি আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপচালক ও ভাঙারি ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়। তারা এখন থানায় পুলিশ হেফাজতে আছেন। পিকআপে বিভিন্ন শ্রেণির প্রায় ১০ হাজার সরকারি পাঠ্যবই ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

বক্তব্য জানতে হাজিরপাড়া আল আরাফা দারুল উলুম দাখিল মাদরাসার সুপার নুরুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

তবে বই জব্দের বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বইসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছেন। আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। জব্দ পিকআপভ্যানে কত সংখ্যক বই রয়েছে তা গণনা করা হয়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..