লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
রায়পুর আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসেন নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার হারুন রশিদ, সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ও প্রায় এক হাজার ঊর্ধ্ব কর্মী বাহিনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।