রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন , ই-পেপার

রায়পুরে ডেভিড হান্ড অপারেশনে গ্রেফতার তিন।

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

 

লক্ষ্মীপুরের রায়পুরে অপারেশন ডিভিল হান্ট চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে রায়পুর পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রায়পুর ৬নং কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তছলিম উদ্দীন (৬৫) তিনি উত্তর পুর্ব কেরোয়া গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে। উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিম (৩৭) সে পৌর শহরের দেনায়েতপুর এলাকা আব্দুল মতিনের ছেলে এবং পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক (৩৮) তিনি পৌর শহরের কাঞ্চনপুর এলাকার মৃত বশির উল্যা পাটোয়ারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতরা ৪ ও ৫ আগষ্ট ছাত্রজনতার ওপর হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত থাকার গোয়েন্দা তথ্য রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..