বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গত ১৬ বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ১০ বছর সময় লাগবে-উপদেষ্টা আসিফ মাহমুদ ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার ভোলায় একাধিক মামলার আসামি মহসিন আটক বিএনপি’র সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শুভ উদ্বোধন করেন পাটকেলঘাটা কাঁচামালের আড়ৎ রায়েন্দা ফেরিঘাটের কাজের মান নিয়ে অভিযোগ এলাকাবাসীর। সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভারে মিস্ত্রি থেকে পীর কাজী জাবের আল জাহাঙ্গীর, জানালেন গ্রামবাসী   আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে- হাফিজ ইব্রাহিম  সিলেট সুরমা নদীতে প্রতিমা বিসর্জন কলমাকান্দায় সেতুর সংযোগ সড়কের নিচে মাটি ধস, বড় দুর্ঘটনার শঙ্কা

মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে রামগড়ে হাজার হাজার জনসাধারণের বিক্ষোভ মিছিল

জহিরুল ইসলাম,রামগড় খাগড়াছড়ি সংবাদদাতাঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

ভারতের বর্তমান ক্ষমতাশীন দলের মুখপাত্র নুপুর শর্মা ও তার সহকর্মী নবীন কুমার জিন্দালি মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা ও মুসলমানদের ধর্ম নিয়ে বাজে মন্তব্য করার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার রামগড়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(১০জুন)শুক্রবার জুমার নামাজের পর রামগড় ওলামা ঐক্য পরিষদের ব‍্যানারে ও ধর্মপ্রাণ মুসলমান জনতার অংশ গ্রহনে কেন্দ্রীয় মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়,এসময় একে একে সকল মসজিদের মুসাল্লিরা মিছিলে যোগদান করেন। মিছিলটি রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষীণ শেষে পরে রামগড় ঈদ গা ময়দানে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার ফারুকের সভাপতিত্বে এসময় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগড় উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহিববুল্লাহ,বাবু নগর মাদ্রাসার মুফতি মীর হোসেন, রামগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল হক,শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল্ল‍্যাহ,ফেনীর কুল নুরুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন, বলিপাড়া মাদ্রাসার খতিব মাওলানা নুরুল আমীন, উঃগর্জন তলী মসজিদের খতিব ক্বারী এরশাদ উল্লাহ,কোর্ট মসজিদ খতিব মাওলানা আক্তার হোসেন জিহাদি,কালাডেবা মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন আজীজি, প্রমুখ।এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বিক্ষুপ্ত জনতা ভারতের ক্ষমতাশীন দলের মুখপাত্র নুপুর শর্মা “র ও তার সহকর্মীর ছবি আগুনে পুড়িয়ে নিন্দা জানান ও মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটাক্ষ ও (অবমাননা) এবং মুসলমানদের ধর্ম নিয়ে বাজে মন্তব্য করার দায়ে তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী করেন বিশ্ব মুসলিম নেতাদের কাছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..