 
																
								
                                    
									
                                 
							
							 
                    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে আজ নোয়াখালীর হাতিয়ায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকালে হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা- সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান কার্যক্রম বৃদ্ধির জন্য ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।