অন্তর্বর্তী সরকারের সময় তথ্য মন্ত্রণালয় নতুন দুই টিভি চ্যানেলকে অনুমোদন দিয়েছে। ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে এই চ্যানেল দুটির লাইসেন্স দেওয়া হয়েছে।
নেক্সট টিভির জন্য লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।
তিনি ২০২৪ সালে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে যোগ দেন। আগে তিনি একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার ছিলেন।
লাইভ টিভির লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামের অন্য একজন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন। ছাত্রজীবনে তিনি একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদক ছিলেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য হলেও পরে এনসিপিতে যোগ দেননি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, নতুন চ্যানেলের অনুমোদন আগের প্রথা অনুযায়ী দেওয়া হয়েছে।
বর্তমানে দেশে অনুমোদিত ৫০টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে, যার মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে আছে। ১৪টি সম্প্রচারের অপেক্ষায় এবং ১৫টি আইপি টিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) রয়েছে।
বেসরকারি টিভি চ্যানেলের লাইসেন্সের জন্য জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠান সংক্রান্ত নথি, ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, ব্যাংক সলভেন্সি সনদ, প্রকল্প প্রস্তাব এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের অঙ্গীকারনামা জমা দিতে হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে লাইসেন্স দেওয়া হয়।