ভোলায় নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ(২৭ অক্টোবর)সোমবার দুপুর ১১টায় জেলা,উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হুমায়ুুন কবির সোপান, এনামুল হক, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুবদলের সভাপতি মো. ইয়ারুল আলম লিটন,যুবদলের সাধারন সম্পাদক মো:সেলিম, ভোলা সদর উপজেলা যুবদলের আহবায়ক জনাব আব্দুল লতিফ টিটু,সদস্য সচিব স্লোগান মাষ্টার জনাব বেল্লাল হোসেন,জনাব ইব্রাহিম, আল-আমীন সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ ও র্যালি শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনা মোতাবেক আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন দেশ পরিচালনার দ্বায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে বলেন। আগামীতে যে কোনো সংগ্রাম ও আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।