সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না নড়াইলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এইচ এম রাশেদ এর নেতৃত্বে গণমিছিল ও লিফলেট বিতরণ মদনে শিক্ষক এর বিরুদ্ধে মানববন্ধন বারহাট্টায় সমাজকর্মীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কচাকাটায় আগুনে পুড়ে ছাই অসহায় বৃদ্ধের বেচে থাকার সহায় সম্বল

নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নেত্রকোণা জেলা সদর হাসপাতালসহ বেশিরভাগ সরকারি হাসপাতালেই মিলছে না অ্যাম্বুলেন্স সেবা। কোথাও নষ্ট কোথাও নেই চালক। রেফার্ড করা রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্সেই একমাত্র ভরসা। কিন্তু বেসরকারি অ্যাম্বুলেন্স গুলো জরুরি সেবা কার্যক্রমে চললেও রয়েছে অতিরিক্ত ভাড়ার অভিযোগ।

এদিকে জেলা সদর হাসপাতালের একটি পুরোপুরি নষ্ট আর একটি জোড়াতালি দিয়ে চলে। তাই অন্য উপজেলা থেকে আনা একটি অ্যাম্বুলেন্স দিয়ে সেবা চালাচ্ছেন বলে জানিয়েছেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান।

অন্যদিকে দ্রুতই সমাধানের আশ্বাস দিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা।

১০ উপজেলা নিয়ে নেত্রকোণা জেলা। পাহাড় কিংবা হাওর সব এলাকার রোগীর ভিড় থাকে এই জেলা সদর হাসপাতালে। কিন্তু প্রায় সময় রোগীর অবস্থা জটিল হলেই পাঠাতে হয় ময়মনসিংহ কিংবা ঢাকায়। আর তখনই বাধে বিপত্তি। এদিকে হাতপাতালের পেছনে চাকাবিহীন অবস্থায় মান্ধাতা আমলের একটি পড়ে থাকা অ্যাম্বুলেন্স জানান দেয় বেহাল অবস্থার। অন্যদিকে আরও একটি চিকিৎসার জন্য গ্যারেজে। এমন অবস্থায় রেফার্ড রোগীদের একমাত্র ভরসা বেসরকারি অ্যাম্বুলেন্স।

ভুক্তভোগী রোগী এবং রোগীর স্বজনরা জানান, ময়মনসিংহ পর্যন্ত সরকারি ভাড়া ৯০০ টাকা হলেও বেসরকারি সেবা নিয়ে ভুক্তভোগীদের গুণতে হয় দ্বিগুণ তিনগুণ টাকা। চলে দরকষাকষি আর মনোমালিন্য। এদিকে রোগী বাঁচানোর তাগিদে জোগাড় করতে হয় টাকা। শুধু জেলা সদর হাসপাতালই নয়। ১০ উপজেলার মোট তিনটিতে রয়েছে চালক। অন্যগুলোতে চালকের অভাবে সরকারি সেবা মিলে না রোগীদের।

এদিকে বেসরকারি চালকদের দাবি খরচের তুলনায় কমই নেন তারা। সরকার ভর্তুকি দিলেও তাদের তো পেট চালাতে হয় তাই যত কম পারে সেবা দিচ্ছ। কেউ কেউ আবার ভাড়া দেয় না বলেও বেসরকারি চালকদেরও রযেছে অভিযোগ।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আলপনা বেগম জানান, জনস্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করা স্বাস্থ্য অধিকার ফোরাম জেলা স্বাস্থ্য সেবা যেহেতু একটি মৌলিক সেবা স্বাস্থ্য সেবাটি অসাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়া সরকারের উচিত। জেলা সদর হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল যেখানে ১০ টি উপজেলা থেকে সব সময় রোগি আনা নেওয়া করা হয়। তাই উচিত মানদাত আমলের অ্যাম্বুলেন্স গুলো বাদ দিয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স যুক্ত করা।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ একরামুল হাসান, জেলা সদর হাসপাতালের একটি অকেজো আর একটি গ্যারেজে। টাটার পুরোনো দুটো নিয়েই সমস্যায়। কিছু রোগী যেহেতু রেফার করতেই হয় তাই সিভিল সার্জনের সহায়তায় মোহনগঞ্জ থেকে একটি অ্যাম্বুলেন্স এনে চালাচ্ছেন কাজ।

ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আফরিন সুলতানা জানান, ওপর লেভেলে চিঠি পাঠানো হয়েছে সমস্যা সমাধানের। দ্রুতই সমাধানের আশা করছেন।

২৮১০ বর্গ কিলোমিটাররের নেত্রকোণা জেলায় মোট জনসংখ্যা ২২ লাখ ২৯ হাজার ৪৬৪ জন। তারমধ্যে জেলা সদরে ৩ লক্ষ ২১ হাজার ৯৬৪ জন ২০২২ সনের তথ্য অনুয়ায়ী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..