বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না

নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের

আল-হোমায়রা স্টাফ রিপোর্টার ঢাকা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের

ঢাকা, ৩০ অক্টোবর:
নভেম্বরে গণভোট আয়োজন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) কার্যকর করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে স্বারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ স্বারকলিপি প্রদান করা হয়। চলমান যুগপৎ আন্দোলনের ৫ম ধাপের অংশ হিসেবে পিআরসহ ৫ দফা দাবিতে এ কর্মসূচি পালন করে দলটি।

স্বারকলিপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং কার্যকর জাতীয় সংসদ গঠনে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা প্রশংসনীয়। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট আয়োজন জরুরি বলে তারা মনে করে।

দলটি দাবি করে, গণভোট ব্যতীত জুলাই জাতীয় সনদ আইনগতভাবে টেকসই হবে না, তাই নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে।

স্বারকলিপিতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির পক্ষে জোর দাবি জানানো হয়। দলটির মতে, এ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কালো টাকার ব্যবহার, কেন্দ্র দখল, পেশিশক্তির প্রদর্শন ও নানা অনিয়ম রোধ করা সম্ভব হবে। এতে প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে এবং দক্ষ ও যোগ্য আইনপ্রণেতা তৈরি হবে।

সংশোধিত আরপিও বিষয়ে ইসলামী আন্দোলন বলে, উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীর কিছু পরিবর্তনের দাবি একটি রাজনৈতিক দল তুলেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

স্বারকলিপিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারি ২০২৬ সালে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসব দাবিতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক ও সচেতন নাগরিকসমাজের ব্যাপক সমর্থন রয়েছে।

স্বারকলিপিপূর্ব জমায়েতে সভাপতিত্ব করেন দলের যুগ্মমহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম। প্রধান বক্তা ছিলেন আরেক যুগ্মমহাসচিব ও ঢাকা উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..