বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নরসিংদী জেলা বিএনপির আয়োজনে “নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী ২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় নরসিংদীর মাধবদী হেরিটেজ রিসোর্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন,
“যারা অপরাধ করেছে, যারা ফৌজদারি দণ্ডবিধিতে অপরাধী, যারা সমাজে চাঁদাবাজি করে বা মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে, নদীর বালি বা অন্যের জমি দখল করে— তারা বিএনপির সদস্য হতে পারবে না। সমাজে যারা স্বচ্ছ, সৎ ও ভালো মানুষ — যেমন অবসরপ্রাপ্ত চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষক, কৃষক, শ্রমিক, ভ্যান-রিকশা চালক — তারাই বিএনপির সদস্য হতে পারবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান শ্যামল, রাশেদ ইকবাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল ও আবু ছালেহ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।