টাঙ্গাইলের মির্জাপুর থানার বারোখালি খালের কিনার হতে এক গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ২৬ অক্টোবর ২০২৫
সকাল ৮ টায় এলাকার লোকজনের মারফত খবর পেয়ে গোলাপী বেগম (৩৫) নামের এক গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। এ সময় ওই গৃহবধূর হাত পা জিআই তার দ্বারা বাঁধা ছিল এবং তার গলায় ওড়না পেঁচানো ছিল। লাশের পরনের পোশাক দেখে আব্দুল কাদের মিয়া তার স্ত্রী বলে শনাক্ত করেন।
স্বজনদের দেয়া তথ্য মতে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হতে ওই গৃহবধূর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। গোলাপী বেগমের স্বামী আব্দুল কাদের মিয়া (৫০) সহ পরিবারের সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোন সন্ধান পাওয়া না গেলে বিষয়টি মির্জাপুর থানা পুলিশকে অবহিত করা হয়। গত তিনদিন যাবত বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে নিখোঁজ হওয়া গোলাপীর সন্ধান করা হয়। কিন্তু কোন আত্মীয়-স্বজন তার সন্ধান দিতে পারেন নাই এবং তার নিখোঁজ হওয়ার ব্যাপারে কারণ হিসাবে কোন তথ্যও দিতে পারেন নাই পরিবারের কেউ । এরপর পরিবারের পক্ষ হতে চলে বিরামহীন খোঁজা খুঁজির পালা। আজ সকালে লাশ উদ্ধারের মধ্য দিয়ে তাদের খোঁজাখুঁজির অবসান ঘটে।
উল্লেখ্য, বৈবাহিক জীবনে গোলাপী বেগম তিন কন্যা সন্তানের জননী। তার প্রথম মেয়ের বয়স ১৪ বছর, দ্বিতীয় মেয়ের বয়স সাড়ে ৪ বছর এবং কনিষ্ঠ মেয়ের বয়স ৫ মাস মাত্র।গোলাপী বেগম বিয়ের পর হতে মির্জাপুর বাজারে থানার অনতিদূরে বাওয়ার রোডে অবস্থিত পিতার বাসায় স্বামী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন,গোলাপি বেগমের তিন দিন আগে নিখোঁজ হওয়ার ব্যাপারে তিনি অবগত আছেন। থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের আসল রহস্য উৎঘাটিত হবে বলে আরও জানান তিনি।