সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কচাকাটায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মারা গেছেন।  বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ  নেত্রকোণায় বিএনপি নেতার গুদামে সরকারি চাল, বিশেষ ক্ষমতা আইনে মামলা ধর্মপাশায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার। প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে রাজি দিয়ে বিএনপি, আকাশসীমা বন্ধ করল মধ্যপ্রাচ্যের ৪ দেশ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা

ডিবি পরিচয়ে যাত্রীদের তল্লাশীর নামে ছিনতাই ৪ জন আটক

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : শনিবার, ২১ মে, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (২১ এ মে) দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকার আব্দুল জলিলের ছেলে সাগর (৩৩), মাতাস মঞ্জিল মালঞ্চ এলাকার মৃত মঞ্জুরুল করিমের ছেলে মানিক হোসেন (৪১), একই এলাকার শরিফ উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৪৮) ও দমদমা পুরাতন পৌরসভা এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে রতন চন্দ্র রায় (৩৮)।

বিষয়টি নিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, আটককৃতরা পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে একটি সিএনজি থামিয়ে যাত্রীদের তল্লাশী করছিল। এরই একপর্যায়ে তারা তল্লাশীর নামে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। তখন তাদের সঙ্গে আরও ৩/৪ পালিয়ে যায়।

আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করে জয়পুুরহাট জেলা আদালতে পাঠানো হয়েছে এবং যাহারা পলাতক রয়েছে তাদেরকেও আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

ওসি আরও বলেন এছাড়া আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চুরি, ছিনতাই,ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..