বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নড়াইল সদর ও লোহাগড়ার গুরুত্বপূর্ণ ৬ নেতাকে বহিষ্কার করেছে দলটি।
মঙ্গলবার ২৭ জানুয়ারি নিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল দলীয় নেতৃবৃন্দকে বরিষ্কার করা হয়। নড়াইল জেলার বহিষ্কৃত হলেন নড়াইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপি’র সভাপতি তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপি’র সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু। এদিকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ২১ জানুয়ারী দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য উল্লেখিত নেতা কর্মীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।