মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ যারা নারীদের নিরাপত্তায় ব্যর্থরা দেশও রক্ষা করতে পারবে না: ডা. শফিকুর আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন ঢাকা-৮ আসনে নাসীরউদ্দীন পাটোয়ারীর নির্বাচনী প্রচারণায় হামলা লোহাগড়ায় ধানের শীষের পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা ও নিরাপত্তায় ইসির বিশেষ পরিপত্র ভোলায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাউথইস্ট ব্যাংক টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড জরিমানা ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, আরও একজন আহত মদনে বিএনপি নেতা এনামুল হক নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

যারা নারীদের নিরাপত্তায় ব্যর্থরা দেশও রক্ষা করতে পারবে না: ডা. শফিকুর

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আজ মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাদের হাতে বাংলাদেশও নিরাপদ নয়। নারীদের ওপর হামলা মানে পুরো জাতির ওপর আঘাত, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ঈদগাহ ময়দানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, একদিকে নারীদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত তোলা হচ্ছে—এটি চরম দ্বিচারিতা। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দেওয়া হলেও অন্যরা নির্বিঘ্নে প্রচার চালাচ্ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। প্রশাসনের প্রতি আহ্বান জানাই—এ ধরনের ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নিন।
তিনি বলেন, আল্লাহ যদি সুযোগ দেন, যশোরকে সিটি করপোরেশনে রূপান্তর করা হবে ইনশাআল্লাহ। জনগণের ভোটেই পরিবর্তন আসবে। অতীতের বস্তাপচা রাজনীতি পরিহার করে জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ থাকবে না। অতীতে দায়িত্বে থাকা আমাদের প্রতিনিধিরা সততা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। যারা নিজেদের কর্মীদের শৃঙ্খলায় রাখতে পারে না, তারা দেশ পরিচালনার যোগ্য নয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. গোলাম রছূল। আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..