শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন , ই-পেপার

লোহাগড়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিট পুলিশিং সমাবেশ।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

লোহাগড়ায় আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্টু ও শান্তিপূর্র্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় লোহাগড়া থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার)।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু সিকদার, মেয়র আশরাফুল আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক পরীক্ষিত সিকদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক মৃতূঞ্জয় দাস, পরিবেশবাদি যুব সংগঠন গ্রীন ভয়েস এর লোহাগড়া উপজেলার উপদেষ্টা প্রভাষক রুপক মুখার্জি প্রমুখ ।
সমাবেশে লোহাগড়া পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়নের ১৫৩ টি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক পরীক্ষিত সিকদার জানান, এ বছর লোহাগড়া পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়নে ১৫৩ টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, সুষ্টু ও শান্তিপূর্র্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পূজা উপলক্ষে মন্ডবে মন্ডবে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..