বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন , ই-পেপার

আমি নেতা নই নড়াইল – লোহাগড়ার মানুষের সেবক হতে চাই – আতাউর রহমান বাচ্চু

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নড়াইল- ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু বলেন, আমি আপনাদের নেতা হতে আসিনি, আমি এমপি হতেও আসিনি আমি নড়াইল – লোহাগড়ার মানুষের সেবক হতে চাই।
বাংলাদেশ জামাতে ইসলাম নড়াইল জেলায় এখন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরালস সংগ্রাম অব্যাহত রাখতে হবে আমাদের। ক্ষমতায় গেলে দুর্নীতি- সন্ত্রাস ও চাঁদাবাজিতে জিরো টলারেন্স নীতিতে থাকবে জামায়াতে ইসলাম।
আগামীর বাংলাদেশ হবে ইসলামি সমাজ বিনির্মাণের বাংলাদেশ। অন্যায় অত্যাচার দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না। সন্ত্রাস – চাঁদাবাজ মুক্ত এক নিরাপদ ও বাসযোগ্য নড়াইল গঠনই হবে আমাদের মূল লক্ষ্য।
নিরাপদ বাংলাদেশ গঠনের অংশীদার হতে জামাতে ইসলামের নেতৃত্বে এগিয়ে আসতে তিনি নড়াইল বাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় লক্ষীপাশার ঐতিহাসিক মোল্লার মাঠে বাংলাদেশ জামাতে ইসলাম লোহাগড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল এক জনসভায় উপরোক্ত কথা গুলি বলেন নড়াইল জেলা জামাতের আমির ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আতাউর রহমান বাচ্চু।
বাংলাদেশ জামাতে ইসলাম লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা হাদিউজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলীর সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাতে ইসলাম নড়াইলের নির্বাচন পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ, সহ-নির্বাচন পরিচালক ও লোহাগড়া পৌরসভার মেয়র প্রার্থী মোঃ জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও নড়াইল জেলার সুরা সদস্য মাওলানা আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ এমদাদুল হক এমদাদ, নড়াইল জেলার নায়েবে আমির মাস্টার জাকির হোসেন, জামাত নেতা আইয়ুব হোসেন খান, মোঃ সালাউদ্দিন আহমেদ, মোঃ সাইফুল আব্দার, হাফেজ মোঃ আব্দুল্লাহ আল আমিনসহ প্রমুখ।
সমাবেশ শেষে বৃহৎ একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে লোহাগড়া উপজেলা গেটের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..