নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় ইমদাদ শেখ (৪৫) নামে এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যোগানিয়া আমতলায় এ ঘটনা ঘটে।
নিহত ইমদাদ শেখ ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। তিনি পেশায় একজন গাছ ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গেছে , চর ডুমুরিয়া গ্রামের গাছের ব্যপারী সোহাগের সাথে গাছ কেনাবেচা নিয়ে ইমদাদ শেখের সাথে দ্বন্ধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ৭/৮ দিন আগে সোহাগের লোকজনের সাথে ইমদাদের কথা কাটাকাটির হলে তাকে মারধর করে।
পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য সোমবার চেয়ারম্যানের অফিসে দুই পক্ষের শালিস হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বেঁধে গেলে এক পক্ষ দৌড়ে যোগানিয়া বাজারের যেতে গেলে অন্যপক্ষ তাদের ধাওয়া করে আমতলায় গিয়ে ধরে ফেলে। এ সময় অনেকে ঠেকাতে গিয়ে আহত হয়। এ সময় দুর্বৃত্তের কোপে ইমদাদ শেখ গুরুতর আহত হয়। স্থানীয়রা ইমদাদকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ওসি মো. আশিকুর রহমান জানান, মঙ্গলবার সকালে পাশ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে নিহতের লাশের ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।