মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ

নড়াইলে সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

নড়াইলে পুলিশ কর্তৃক সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমাজ নড়াইলের আয়োজনে শুক্রবার সকাল ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সাংবাদিক কার্তিক দাস, কাজী হাফিজুর রহমান, মলয় কান্তি নন্দী, সাইফুল ইসলাম তুহিন, সাথী তালুকদার, মির্জা নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফরহাদ খান,শরিফুল ইসলাম বাবলু,

অশোক কুন্ডু লোহাগড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ বদরুল আলম টিটো, কালিয়া প্রেসক্লাবের সাংবাদিক ওমর ফারুক, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, সাংবাদিক সরদার রইস উদ্দীন টিপু, আবু আব্দুল্লা, সেলিম জাহাঙ্গীর, মোস্তফা কামাল , রেজাউল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর নির্দেশে সাংবাদিকের বাড়িতে গভীর রাতে পুলিশের অভিযান অত্যান্ত দুঃখজনক। আগামীকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় লোহাগড়া উপজেলায় এবং রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালিয়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..