নড়াইলে বাংলাদেশ মহিলা কল্যান পরিষদের ২০২০-২০২১ ইং অর্থবছরে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবি মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের সন্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। নড়াইল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে এ অনুদানের চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, স্বেচ্ছাসেবি সংগঠন “বহ্নি শিখা”র নড়াইল জেলার সমন্বয়ক ফারহানা ইয়াসমিন ইতি, এনজিও প্রতিনিধি সহ চেক প্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের প্রতিনিধি। জেলায় মোট ৩০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৯ লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।