ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর পশ্চিমপাড়ার জনৈক অনিল বাবুর মেহগনি বাগানের মধ্যে একটি সদ্য নবজাতক শিশু(মেয়ে) মাটিতে চটের বস্তার উপর শুয়ানো রহিয়াছে।
পরবর্তীতে তাৎক্ষনিক কালীগঞ্জ থানা পুলিশ উক্তস্থানে পৌছাইয়া অভিভাবক বিহীন অবস্থায় নবজাতক শিশুটিকে উদ্ধার পূর্বক কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বর্তমানে নবজাতকটি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন অবস্থায় মোছাঃ রিমা খাতুন(১৯), স্বামী-মোঃ সাদ্দাম হোসেন, সাং-শিবনগর(পশ্চিমপাড়া), থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ এর হেফাজতে রহিয়াছে।
নবজাতকের ছবি দেখিয়া কোন সন্ধান পাওয়া গেলে তাৎক্ষনিক কালীগঞ্জ থানার ফোন নং-০১৩২০-১৪৪২৫২ ও ০৪৫২৩-৫৬৩৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে করা হইল।