সবাইকে কাঁদিয়ে চলে গেলেন দক্ষিণ বাংলার কিংবদন্তি সাংবাদিক এম হাবিবুর রহমান।।
গতকাল সোমবার ২৪ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভোলার সাংবাদিক জগতের আইডল,ভোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান।
আজ সকাল ১০ টায় তার প্রিয় কর্মস্থল ভোলা প্রেসক্লাবের সামনে আনলে কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মীরা পরে সকাল ১১ টায় ভোলা সরকারি স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এসময় ভোলার সর্বস্তরের হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন।।