আজ ২৪ নভেম্বর ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা-বরিশাল সেতুর দাবীতে ঢাকা সহ সারা দেশে আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে ভোলায় যুবদল ছাত্রদল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন করেন।এসময় প্রেসক্লাব এলাকা ভোলা-বরিশাল সেতুর দাবীতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে”দাবী মোদের একটাই ভোলা বরিশাল সেতু চাই”।
দ্বীপ জেলা ভোলার প্রায় ২২ লক্ষ মানুষ উন্নত স্বাস্থ্যসেবার জন্য একটি মেডিকেল কলেজ,পাবলিক বিশ্ববিদ্যালয়,ঘরেঘরে গ্যাস, শিল্প কলকারখানা স্থাপন ও ভোলা-বরিশাল সেতু সহ ৫ দফা দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের একপর্যায়ে জ্বালানি উপদেষ্টা আশ্বাস দেন জানুয়ারিতে ভোলা বরিশাল সেতুর কাজ দৃশ্যমান হবে সেই আশায় ভোলাবাসী আশ্বস্ত ছিলো কিনতু বিগত ১৪ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে জ্বালানি উপদেষ্টা আরও দুই উপদেষ্টাসহ ভোলা বরিশাল সেতু নিয়ে একটি জরুরি সভায় আয়োজন করেন ঐ সভায় জ্বালানি উপদেষ্টা ভোল-বরিশাল সেতু এখনই হওয়ার সম্ভাবনা নাকচ করে দেন এ সময় সভা স্থল উত্তপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে জ্বালানি উপদেষ্টার মিথ্যা আশ্বাসের প্রতিবাদ করেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ।এসময় জ্বালানি উপদেষ্টার গাড়ির সামনে ছাত্র জনতা শুয়ে পড়ে প্রতিবাদ করেন।
সেই থেকে ভোলার ছাত্র জনতা সহ সাধারণ মানুষ ভোলা-বরিশাল সেতুর দাবীতে ঢাকাসহ সারা দেশে আন্দোলন মানববন্ধন করে যাচ্ছে।চরফ্যাশন থেকে ছাত্রজনতা লংমার্চ করে পায়ে হেঁটে তিনটি বড় নদি সাতরিয়ে ঢাকা গিয়ে শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন।
এ সময় বক্তারা বলেন ভোলা-বরিশাল সেতুর দাবী না মানা পর্যন্ত আন্দোলন ও শাহবাগে অবস্থান কর্মসূচী চলবে।