শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সা’দত কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ী হলেন সমাজকর্ম বিভাগ মোহনগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার লোহাগড়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ৫ দফা দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ ও মিছিল দুর্গাপূজার অনুদান ১ কোটি বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীতে রিক’র উদ্যোগে প্রবীণদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগড়ায় অন্ধ ও অসহায় বিধব বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

বিরল রেকর্ডও গড়লেন মেসি, ইকুয়েডরের বিরুদ্ধে

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

রোববার ভোরে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে আর্জেন্টিনা সমর্থকরা টিভির সামনে বসেছিলে প্রিয় দলের খেলা দেখার জন্য। সেমিতে ওঠার লড়াই ছিল ইকুয়েডরের বিপক্ষে।

৯০ মিনিটের ম্যাচে দুর্দান্ত খেললেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। খেলা শেষে আর্জেন্টিনার স্কোর ৩-০। তিনটি গোলেই মেসির অবদান। দুটিতে সরাসরি অ্যাসিস্ট করেছেন। শেষ মুহূর্তে অবিশ্বাস্য এক ফ্রি কিক থেকে তৃতীয় গোল করেন মেসি। ম্যাচের সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

একইসঙ্গে তিন গোলে অবদান রেখে বিরল একটি রেকর্ড গড়ে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক। বড় টুর্নামেন্টের নকআউটে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড গড়ে ফেলেন তিনি। বিশ্বকাপ এবং কোপা আমেরিকা মিলিয়ে মোট ২০টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি।

চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত মোট চারটি গোল করেছেন মেসি এবং চারটিতে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপ এবং কোপা আমেরিকা মিলিয়ে নকআউটে মোট ৫টি গোল করেছেন মেসি। ১৫টিতে করেছেন অ্যাসিস্ট।

ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে বড় টুর্নামেন্টের নকআউটে মোট ১৭টি কর গোলে অবদান রেখে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর সঙ্গে সমতায় ছিলেন মেসি।

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ৩ গোলেই সরাসরি অবদান রাখলেন মেসি। একেটি নিজে করলেন, দুটি করালেন। এ তিনটি নিয়ে নকআউটে মোট ২০টি গোল অবদান রাখার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। দ্বিতীয় স্থানে রোনালদো নকআউটে গোল করেছেন ১৩টি, অ্যাসিস্ট করেছেন ৪টি।

তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের আন্তোনিও গ্রিজম্যান। মোট ১৩ গোলে অবদান রয়েছে তার। ৮টি নিজে করেছেন, ৫টি করেছেন অ্যাসিস্ট। জার্মানির মিরোস্লাভ ক্লোসা করেন ১১ গোল। ৮টি গোল করেছেন তিনি, ৩টি করেছেন অ্যাসিস্ট। পাঁচ নম্বরে রয়েছেন পেলে। ৯টি গোলে অবদান রাখেন তিনি। ৭টি গোল করেন এবং ২টিতে করেছেন অ্যাসিস্ট।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..