শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণকারীকে আসামি গ্রেফতার করেছেন র‍্যাব আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫ গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল পিরোজপুর ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর লোহাগড়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরন এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা,দেখে ফেলায়,নানা-নানী জনকে কুপিয়ে জখম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার রায়পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহতের জেরে বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার

বিরল রেকর্ডও গড়লেন মেসি, ইকুয়েডরের বিরুদ্ধে

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

রোববার ভোরে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে আর্জেন্টিনা সমর্থকরা টিভির সামনে বসেছিলে প্রিয় দলের খেলা দেখার জন্য। সেমিতে ওঠার লড়াই ছিল ইকুয়েডরের বিপক্ষে।

৯০ মিনিটের ম্যাচে দুর্দান্ত খেললেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। খেলা শেষে আর্জেন্টিনার স্কোর ৩-০। তিনটি গোলেই মেসির অবদান। দুটিতে সরাসরি অ্যাসিস্ট করেছেন। শেষ মুহূর্তে অবিশ্বাস্য এক ফ্রি কিক থেকে তৃতীয় গোল করেন মেসি। ম্যাচের সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

একইসঙ্গে তিন গোলে অবদান রেখে বিরল একটি রেকর্ড গড়ে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক। বড় টুর্নামেন্টের নকআউটে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড গড়ে ফেলেন তিনি। বিশ্বকাপ এবং কোপা আমেরিকা মিলিয়ে মোট ২০টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি।

চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত মোট চারটি গোল করেছেন মেসি এবং চারটিতে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপ এবং কোপা আমেরিকা মিলিয়ে নকআউটে মোট ৫টি গোল করেছেন মেসি। ১৫টিতে করেছেন অ্যাসিস্ট।

ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে বড় টুর্নামেন্টের নকআউটে মোট ১৭টি কর গোলে অবদান রেখে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর সঙ্গে সমতায় ছিলেন মেসি।

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ৩ গোলেই সরাসরি অবদান রাখলেন মেসি। একেটি নিজে করলেন, দুটি করালেন। এ তিনটি নিয়ে নকআউটে মোট ২০টি গোল অবদান রাখার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। দ্বিতীয় স্থানে রোনালদো নকআউটে গোল করেছেন ১৩টি, অ্যাসিস্ট করেছেন ৪টি।

তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের আন্তোনিও গ্রিজম্যান। মোট ১৩ গোলে অবদান রয়েছে তার। ৮টি নিজে করেছেন, ৫টি করেছেন অ্যাসিস্ট। জার্মানির মিরোস্লাভ ক্লোসা করেন ১১ গোল। ৮টি গোল করেছেন তিনি, ৩টি করেছেন অ্যাসিস্ট। পাঁচ নম্বরে রয়েছেন পেলে। ৯টি গোলে অবদান রাখেন তিনি। ৭টি গোল করেন এবং ২টিতে করেছেন অ্যাসিস্ট।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..